Citizenship Amendment Act

পড়ুয়াদের মারধরের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে

পরে আক্রান্তেরা যাদবপুর থানায় অভিযোগ জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০১:৫৪
Share:

ফাইল চিত্র।

রাস্তা দিয়ে যাওয়ার সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এবং তাঁর বন্ধুকে মঙ্গলবার রাতে বিক্রমগড় এলাকায় মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

এ দিন রাত ৯টা নাগাদ নতুন নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির সভা চলছিল ওই এলাকায়। স্থানীয় সূত্রের খবর, সেই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের সমাজতত্ত্বের ছাত্রী বর্ষা বড়াল এবং তাঁর বন্ধু, স্থানীয় যুবক অর্জুন কর বাড়ি ফিরছিলেন। তখন তাঁরা নিজেদের মধ্যে ওই আইনটি নিয়ে কথা বলছিলেন বলে দাবি। অভিযোগ, তখনই সভা ছেড়ে কয়েক জন অর্জুনকে মারতে শুরু করেন। সঙ্গীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বর্ষাও। পরে আক্রান্তেরা যাদবপুর থানায় অভিযোগ জানান। বর্ষাকে তাদের সদস্য জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ছাত্র সংগঠন আইসা।

বিজেপির দক্ষিণ শহরতলির জেলা সম্পাদক সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এ রকম ঘটনার কথা জানা নেই। ওই ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের বাইরে অস্তিত্ব নেই। তাঁদের অভিযোগও ভিত্তিহীন।’’

Advertisement

অন্য দিকে, এ দিন রাজারহাটের নারায়ণপুরে নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় আয়োজিত সিপিএমের এক সভায় এক ছাত্র নেতাকে তৃণমূলের নেতারা মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement