TMC

BJP Bengal: সন্ধ্যায় বালিগঞ্জে প্রচারে শুভেন্দু, সকালে বিজেপি প্রার্থীর হোর্ডিং ছেঁড়া নিয়ে উত্তেজনা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১১:৫১
Share:

বিজেপি প্রার্থী টুইট করেন এই ছবি। ছবি: টুইটার।

শুক্রবার বিজেপি প্রার্থী কেয়া ঘোষের সমর্থনে বালিগঞ্জে প্রচারে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। তার আগে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হোর্ডিং ও ফ্লেক্স ছেঁড়া নিয়ে শুরু হল বিতর্ক। অভিযোগ উঠল বিজেপি-র দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ারও। কেয়ার দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির।

Advertisement

শুক্রবার সকালে নিজের টুইটার হ্যান্ডল থেকে কেয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে কোথাও দেখা গিয়েছে, তাঁর নামাঙ্কিত নির্বাচনী হোর্ডিং ছিঁড়়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। কোথাও আবার মাটিতে পড়ে রয়েছে বিজেপি-র পতাকা। কেয়া টুইটে লেখেন, ‘‘এই হল তৃণমূলের সহনশীলতার স্তর। ফ্লেক্স, হোর্ডিং (বিজেপি প্রার্থীর) ছিঁড়ে ফেলা হচ্ছে। ছুড়ে ফেলা হচ্ছে দলের পতাকা।’’

বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় কেয়ার সমর্থনে বালিগঞ্জে শুভেন্দুর কর্মসূচি রয়েছে। তার আগে এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও কেয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বালিগঞ্জ উপনির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূলের বিজলী রহমানের পাল্টা কটাক্ষ, ‘‘আমাদের এমন দিন আসেনি যে, কারও ফ্লেক্স ছিঁড়ে ভোটে জিততে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement