Horse

Police academy: দীর্ঘদিন পরে পুলিশ অ্যাকাডেমিতে জন্ম ঘোড়া শাবকের

ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমিতে ঘোড়সওয়ারির পাঠ দেওয়া হয় শিক্ষানবিশ পুলিশকর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ০৬:৪১
Share:

নবজাতক: মায়ের সঙ্গে ডায়মন্ড। ব্যারাকপুরে। ছবি: রাজ্য পুলিশ অ্যাকাডেমি সূত্রে প্রাপ্ত।

দীর্ঘ কুড়ি বছর পরে ঘর আলো করে এসেছে সন্তান। তাই খুশির হাওয়া ব্যারাকপুরে রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে।

Advertisement

ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ পুলিশ অ্যাকাডেমিতে ঘোড়সওয়ারির পাঠ দেওয়া হয় শিক্ষানবিশ পুলিশকর্মীদের। সেই সঙ্গে ব্রিটিশ আমল থেকে সেখানে ঘোড়ার প্রজননের ব্যবস্থাও রয়েছে। কিন্তু নানা কারণে গত কুড়ি বছর ধরে কোনও নতুন সদস্যের জন্ম হচ্ছিল না। অবশেষে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় অ্যাকাডেমির অশ্বপালন খামারে জন্মেছে একটি মেয়ে ঘোড়াশাবক। স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির আইজি দেবব্রত দাস নবজাতকের নাম দিয়েছেন ‘ডায়মন্ড’।

পুলিশ অ্যাকাডেমি সূত্রের খবর, ওই খামারে পুরুষ ও স্ত্রী ঘোড়া মিলিয়ে মোট ঘোড়ার সংখ্যা ৪০। বছর কুড়ি আগে সেই খামারে কোনও
ঘোড়া শেষ বার সন্তান প্রসব করেছিল। তার পরে বহু চেষ্টার পরেও সদস্য সংখ্যা বাড়ানো যাচ্ছিল না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টাড ফার্ম এবং রাইডিং স্কুলের পশু চিকিৎসক সুরজিৎ বসু বলেন, ‘‘পুরুষ ও স্ত্রী ঘোড়াকে একসঙ্গে রেখেও লাভ হচ্ছিল না। পুরুষ ঘোড়াটির শারীরিক সমস্যার কারণেই এমনটা হচ্ছিল। অবশেষে সেই সমস্যা কাটিয়ে নতুন সদস্য জন্মানোয় আমরা খুশি।’’

Advertisement

পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালে পাকিস্তান লাগোয়া পঞ্জাবের ফরিদপুর সীমান্ত থেকে ১৫টি ঘোড়া কিনে এনেছিল রাজ্য পুলিশ অ্যাকাডেমি। তাদেরই একটি, ১২ বছরের ‘কাবেরী’ জন্ম দিয়েছে সন্তানের। তার সঙ্গী, ১২ বছরের ‘গর্জাস’-কে আনা হয়েছিল রেস কোর্স থেকে। দু’জনেরই নামকরণ করেছিলেন পুলিশ অ্যাকাডেমির দায়িত্বে থাকা তদানীন্তন আইপিএস কে জয়রামন।

দীর্ঘ দিন পরে ঘোড়াশাবকের জন্মের খবরে খুশি অ্যাকাডেমির আইজি বলেন, ‘‘ঘোড়াশাবকটি সুস্থ রয়েছে। আগামী দিনে ঘোড়াদের সফল ভাবে প্রজননের ব্যবস্থা যাতে করা যায়, সে বিষয়ে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement