ফের মা উড়ালপুলে জখম হলেন এক বাইক আরোহী।—ফাইল চিত্র।
চিনা মাঞ্জা বিক্রির উপরে প্রশাসনের নিষেধাজ্ঞা কাজে আসছে না। আর তার জেরেই ফের বুধবার মা উড়ালপুলে জখম হলেন এক বাইক আরোহী।
পুলিশ জানিয়েছে, এ দিন বিকেলে ই এম বাইপাস থেকে মা উড়ালপুল ধরে মোটরবাইক চালিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন সার্ভে পার্কের বাসিন্দা নির্ময় চক্রবর্তী। কোহিনুর মার্কেটের কাছে আচমকাই চিনা মাঞ্জার ঘুড়ির সুতো তাঁর গলায় জড়িয়ে যায়। মোটরবাইক নিয়ে ছিটকে পড়ে থুতনিতে আঘাত পান নির্ময়বাবু। থুতনি কেটে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
চিনা মাঞ্জার সুতোয় মা উড়ালপুলে একের পর এক দুর্ঘটনায় আহত হচ্ছেন বাইকআরোহীরা। গত বছরের ডিসেম্বরে এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসক মা উড়ালপুল দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় চিনা মাঞ্জার সুতোয় আহত হন। মা উড়ালপুলে মাঞ্জা সুতোয় দুর্ঘটনা ঠেকাতে পুলিশি নজরদারির ব্যবস্থা রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এ-হেন দুর্ঘটনা বারবার ঘটছে কেন? লালবাজারের এক কর্তা বলেন, ‘‘মাঞ্জা সুতো ঠেকাতে পুলিশ মা উড়ালপুলে নজর রাখে। তা সত্ত্বেও এ দিন ঘুড়ির সুতো কোনও ভাবে সেতুর উপর এসে পড়েছিল।’’