ধূলিসাৎ: বাগুইআটির দেশবন্ধু নগরের সেই নির্মাণ। নিজস্ব চিত্র
বেআইনি নির্মাণের বিরুদ্ধে অবশেষে কড়া পদক্ষেপ করল বিধাননগর পুরসভা। বাগুইআটির দেশবন্ধু নগরে একটি সাততলা বাড়ির ক্ষেত্রে সম্প্রতি পুরসভায় বেআইনি নির্মাণের অভিযোগ জমা পড়ে। এক পুরকর্তা জানিয়েছেন, ওই বাড়িটি পাঁচ তলা পর্যন্ত তৈরির অনুমোদন ছিল। কিন্তু বিনা অনুমতিতে তৈরি হচ্ছিল আরও দু’টি তল। অভিযোগ পেয়ে শুক্রবার পুরকর্মীরা গিয়ে পুলিশের উপস্থিতিতে বেআইনি অংশ ভেঙে দেন। প্রোমোটারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে।
পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪০টিরও বেশি বেআইনি নির্মাণ নিয়ে তদন্ত চলছে। ৩৮টি ক্ষেত্রে থানায় অভিযোগ করা হয়েছে। যদিও বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘ দিন আগে সুকান্তনগর-সহ বেশ কিছু এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ উঠলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুরসভা জানিয়েছে, ওই সব অভিযোগ নিয়ে শুনানি চলছে। মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘বেআইনি নির্মাণ কোনও ভাবেই বরদাস্ত করবে না পুরসভা। যে সব অভিযোগ জমা পড়ছে, তার তদন্ত করে আইনি পদক্ষেপ করা হচ্ছে।’’