পুজোর অনুমতি দেওয়ার জন্য আগেই ‘এক জানলা’ (সিঙ্গল উইন্ডো) পদ্ধতি চালু করেছিল বিধাননগর পুর নিগম। এক ধাপ এগিয়ে এ বার অনলাইনেই পুজোর অনুমতি দিতে চলেছে তারা। অর্থাৎ, এ বার অনুমতির জন্য আর পুর দফতরে যেতে হবে না পুজো উদ্যোক্তাদের।
বুধবার পুর নিগমে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পরে মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘অনলাইনেই পুজোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ পুরকর্তারা জানান, পুজো উদ্যোক্তারা আগেই অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছিলেন। সিঙ্গল উইন্ডো ব্যবস্থায় তা অনেকটাই সরল করা সম্ভব হয়েছিল। তবু কিছু জটিলতা ছিল। পুর নিগম সূত্রের খবর, অনলাইনে পুজোর অনুমতি প্রক্রিয়া নিগমের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়ে জানানো হবে।