প্রতিনিধিত্বমূলক ছবি।
দিন কয়েক ধরে পেটব্যথার জেরে মেয়েকে ‘ফাস্ট ফুড’ খেতে বাধা দিয়েছিলেন মা। তা সত্ত্বেও পটেটো চিপ্স খাওয়ার বায়না করায় মায়ের বকুনিও জুটেছিল ভবানীপুরের এক কলেজছাত্রীর। ঘটনাচক্রে, ওই মহিলার অনুপস্থিতিতে সোমবার তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মায়ের বকুনির জেরেই কি চরম পথ বেছে নিলেন ওই ছাত্রী? উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, ভবানীপুরের ইন্দ্র রায় রোডে শ্রেয়সী পাল নামে ১৯ বছরের এক কলেজছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, কয়েক দিন ধরে পেটের গন্ডগোলের সঙ্গে ব্যথাও হচ্ছিল শ্রেয়সীর। সে কারণে তাঁকে ‘ফাস্ট ফুড’ খেতে নিষেধ করেছিলেন শ্রেয়সীর মা। এ নিয়ে মেয়েকে বকুনিও দিয়েছিলেন তিনি। সোমবারও তাঁকে চিপ্স খেতে বারণ করেছিলেন। এর পর কোনও একটি কাজে বাড়ির বাইরে যান ওই মহিলা। তাঁর দাবি, সেই কাজ সেরে বিকেলে ফিরে এসে তিনতলা বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখেন। বার বার ডাকাডাকি করেও মেয়ের সাড়া না পেয়ে পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢোকেন তিনি। এর পর একতলার ঘরের সিলিং ফ্যান থেকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কলেজছাত্রীর দেহ উদ্ধার করে সেটি এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় ভবানীপুর থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই কলেজছাত্রীর ‘অস্বাভাবিক মৃত্যু’র প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।