জরিমানার প্রতিবাদে অটো বন্ধ, অবরোধ

আইন ভাঙার জন্য জরিমানা করেছিলেন ট্র্যাফিক সার্জেন্ট। আর সেই জরিমানা করার প্রতিবাদে ঘণ্টাখানেকের জন্য বেশ কয়েকটি রুটে অটো বন্ধ রাখলেন চালকেরা। সেই সঙ্গে করলেন পথ অবরোধও শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মোড়ে। ওই ঘটনার জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০১:০৪
Share:

বিক্ষোভে অটোচালকেরা। শুক্রবার, টালিগঞ্জ মোড়ে। নিজস্ব চিত্র

আইন ভাঙার জন্য জরিমানা করেছিলেন ট্র্যাফিক সার্জেন্ট। আর সেই জরিমানা করার প্রতিবাদে ঘণ্টাখানেকের জন্য বেশ কয়েকটি রুটে অটো বন্ধ রাখলেন চালকেরা। সেই সঙ্গে করলেন পথ অবরোধও শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ মোড়ে। ওই ঘটনার জেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হরিদেবপুর, কবরডাঙা কিংবা বেহালা চৌরাস্তা ও শখেরবাজার রুটের অটোগুলি উত্তরমুখী সার্ভিস রোডে দাঁড় করানো থাকে। সকালের দিকে অটোগুলি সার্ভিস রোডের পাশের রাস্তাতেও এক লাইনে দাঁড়ায়। তবে যাত্রী তোলা হয় দক্ষিণমুখী রাস্তা থেকে। সন্ধ্যার পরে নিয়ম পাল্টে উত্তরমুখী সার্ভিস রোডেই যাত্রী ওঠানো-নামানো করা হয়। মূলত মোড়ের যানজট এড়াতেই এই ব্যবস্থা করেছে ট্র্যাফিক পুলিশ।

কিন্তু অভিযোগ, শুক্রবার সকালে কবরডাঙা এবং হরিদেবপুর রুটের কয়েকটি অটো নিয়ম ভেঙে দক্ষিণমুখী রাস্তায় দু’-তিনটি লাইন তৈরি করে দাঁড়িয়েছিল। এমনকি, নিয়ম ভেঙে জেব্রা ক্রসিংয়ের উপরেও দাঁড়াতে শুরু করে তারা। তাতে মোড়ের উপরে গাড়ির চাপ বাড়ছিল। সেই সময়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এক ট্র্যাফিক সার্জেন্ট অটোগুলিকে একটি লাইনে দাঁড়াতে বলেন। তা থেকেই গোলমালের সূত্রপাত।

Advertisement

অভিযোগ, বারবার বলা সত্ত্বেও চালকেরা অটো সরাচ্ছিলেন না। তখন আইন ভাঙার অপরাধে ওই সার্জেন্ট চার জন অটোচালককে ১০০ টাকা করে ‘স্পট ফাইন’ করেন। তাতেই উত্তেজিত হয়ে ওঠেন তাঁরা। কেন তাঁদের জরিমানা করা হল, তা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময়ে অটোচালকেরা টালিগঞ্জ মোড়ের কাছে রাস্তা অবরোধ শুরু করেন। যার জেরে সার দিয়ে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে রিজেন্ট পার্ক ট্র্যাফিক গার্ড থেকে অফিসারেরা গিয়ে অটোচালকদের সঙ্গে কথা বলে বিষয়টি মেটান। কবরডাঙা, হরিদেবপুর, বেহালা চৌরাস্তা, সোদপুর শনি মন্দির, মুচিপাড়া-সহ বিভিন্ন রুটে ঘণ্টাখানেক অটো চলাচল বন্ধ থাকে। শেষে ইউনিয়নের নেতারা এসে পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টির মধ্যস্থতা করলে ফের অটো চলাচল শুরু হয়।

অটোচালকদের অভিযোগ, স্ট্যান্ডে এত রুটের অটো দাঁড়ানোর জায়গা হয় না। তাই তাঁদের রাস্তায় দাঁড়াতে হয়। এ দিন অবশ্য ট্র্যাফিক গার্ডের কর্তারা পরে জানিয়ে দেন, চারটে করে অটো দক্ষিণমুখী রাস্তায় সকালের দিকে দাঁড়াতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement