Presidency University

পড়ুয়া বাড়াতে উদ্যোগী হোন প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, চিঠি এসএফআইয়ের

প্রেসিডেন্সির এসএফআই ইউনিটের সাধারণ সম্পাদক বিতান ইসলাম জানান, অন্য বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় অনেক আগে প্রেসিডেন্সির ফর্ম পূরণ শুরু হওয়ার জন্য অনেকে প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জানতেই পারেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩২
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে গত বছর বেশ কিছু আসন ফাঁকা ছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। চলতি বছরেও যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিল এসএফআই। প্রেসিডেন্সির এসএফআই ইউনিটের সাধারণ সম্পাদক বিতান ইসলাম জানান, অন্য বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় অনেক আগে প্রেসিডেন্সির ফর্ম পূরণ শুরু হওয়ার জন্য অনেকে প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে জানতেই পারেন না। তাই দৈনিক পত্রিকা ও সমাজমাধ্যমে যাতে কর্তৃপক্ষের তরফে বিজ্ঞাপন দেওয়া হয়, সে ব্যাপারে আগেও অনুরোধ করা হয়েছে। পড়ুয়ার সংখ্যা বাড়াতে কর্তৃপক্ষ যাতে উদ্যোগী হন এবং সামঞ্জস্যপূর্ণ অ্যাকাডেমিক ক্যালেন্ডার চালু করা হয়, সেই দাবিতে এ বার স্মারকলিপি দেওয়া হল। বিতান বলেন, ‘‘রেজিস্ট্রেশনের পরেও যে পড়ুয়ারা ক্লাসে আসছেন না, তাঁদের ফেরাতে উদ্যোগী হোন কর্তৃপক্ষ।’’

Advertisement

প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই বিষয়ে বিজ্ঞপ্তিও তারাই দেয়। প্রেসিডেন্সির রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার বলেন, ‘‘জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ভর্তির বিজ্ঞপ্তি দেওয়ার পরে প্রেসিডেন্সির ভর্তি কমিটি বৈঠকে বসবে। তাড়াতাড়ি আসন পূরণ করে যাতে ক্লাস শুরু করা যায়, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে, সে সব ঠিক করা হবে। কারণ, বর্তমান ব্যবস্থায় ‘অ্যাকাডেমিক ক্রেডিট-কনট্যাক্ট আওয়ার্স’ খুবই জরুরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement