নয়া মেশিন উদ্বোধনের পরে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।
দু’টাকার বিনিময়ে স্কুল পড়ুয়াদের এক লিটার পরিস্রুত পানীয় জল (প্রাণধারা) সরবরাহের কথা আগেই ঘোষণা করেছিল জনস্বাস্থ্য কারিগরি দফতর। যার পোশাকি নাম ‘এটিএম ওয়াটার’। এ বার নিজের পাড়ার পুজোমণ্ডপের সামনে জার্মান প্রযুক্তির ‘ওয়াটার ভেন্ডিং মেশিন’-এর উদ্বোধন করলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
বৃহস্পতিবার নিজের পুজো একডালিয়া এভারগ্রিনের সামনে ‘এটিএম ওয়াটার’-এর উদ্বোধনের পর সুব্রতবাবু বলেন, ‘‘পুজো উপলক্ষে এটিএম ওয়াটার উদ্বোধন হলেও এলাকাবাসীরা সস্তায় পরিস্রুত জল খেয়ে উপকৃত হবেন। উপকৃত হবে পাশের স্কুলপড়ুয়ারাও।’’ মন্ত্রীর কথায়, ‘‘যাবতীয় রোগের ৭০ শতাংশই জলবাহিত। শরীর ভাল থাকলে স্বাস্থ্য, পড়াশোনা সব ভাল হবে।’’
জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বজবজে দু’টি বিদ্যালয়ে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে রাজ্যের ২০০টি বিদ্যালয়ে চলছে পাইলট প্রজেক্ট। দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এটিএম ওয়াটারের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পরিস্রুত জল পৌঁছনোর কাজ দ্রুত শেষ হবে। আমরা চাই, প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে পরিস্রুত জল পৌঁছক।’’ জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আর্সেনিক প্রবণ এলাকার বিভিন্ন স্কুলে জার্মান প্রযুক্তির ‘ওয়াটার ভেন্ডিং মেশিন’ বসানোর কাজ চলছে। ছাত্রছাত্রীর ওই মেশিনে দু’টাকার কয়েন দিয়ে এক লিটার ‘প্রাণধারা’র পরিস্রুত জল সংগ্রহ করতে পারবে।