নয়া চিকিৎসা কেন্দ্র

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় এই কেন্দ্রের। এনআরএসের অধ্যক্ষ দেবাশিস ভট্টাচার্য জানান, ১৯৭৮ সালেই শুরু হয়েছিল কেন্দ্রটি। কিন্তু কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। এ বার উন্নত পরিকাঠামো নিয়ে আবার চালু হল এই কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০০:৩৯
Share:

নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় এই কেন্দ্রের। এনআরএসের অধ্যক্ষ দেবাশিস ভট্টাচার্য জানান, ১৯৭৮ সালেই শুরু হয়েছিল কেন্দ্রটি। কিন্তু কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। এ বার উন্নত পরিকাঠামো নিয়ে আবার চালু হল এই কেন্দ্র। তিনি আরও বলেন, ‘‘শুধু অঙ্গ প্রতিস্থাপনই নয়, সেরিব্রাল পলসি বা ডাউন সিন্ড্রোমে আক্রান্ত মানুষদের জন্যও বিশেষ চিকিত্সার সুযোগ রয়েছে এই কেন্দ্রে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement