Facebook

Arrest: পুলিশকর্তার ফেসবুক ক্লোন করে রাজস্থান থেকে ধৃত

সরকারি কৌঁসুলির আবেদন মেনে এ দিন বিচারক ধৃতকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ০৫:৫৩
Share:

প্রতীকী ছবি।

এ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে পরিচিতদের কাছে টাকা চাওয়ার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার সাইবার ক্রাইম থানা। সোমবার রাজস্থানের আলোয়ার থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের তদন্তকারী দলটি। ধৃতের নাম রাহুল খান। বাড়ি আলোয়ার জেলায়।
বুধবার ধৃতকে কলকাতায় নিয়ে এসে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি কৌঁসুলির আবেদন মেনে এ দিন বিচারক ধৃতকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisement

গত ২৭ জুলাই রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই পুলিশকর্তা ফেসবুক পোস্টে জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ক্লোন করে একটি ভুয়ো মেসেঞ্জার বক্স বানানো হয়েছে। আর সেই মেসেঞ্জারের মাধ্যমে তাঁর পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। পুলিশ জানায়, ওই পুলিশকর্তার এক পরিচিতের কাছে ক্লোন করা অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয়েছিল। এর পরেই ওই ব্যক্তি লালবাজার সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

প্রথমে মনে করা হচ্ছিল, উত্তর ভারতের কোনও দুষ্কৃতী দল ওই কাজ করেছে। এক তদন্তকারী অফিসার জানান, ওই ক্লোন করা অ্যাকাউন্টটি যে নম্বর থেকে খোলা হয়েছিল, তার সূত্র ধরেই তদন্ত শুরু হয়। দেখা যায়, রাজস্থানের আলোয়ার থেকে তা ব্যবহার করা হচ্ছে। মোবাইল নম্বর এবং আইপি আড্রেসের সূত্র ধরে রাহুলকে গ্রেফতার করা হয়। ধৃত সেখানে একটি প্রতারক চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান পুলিশের। ওই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, শুধু ওই পুলিশকর্তাই নন, গত এক বছরে পুলিশের বেশ কয়েক জন আধিকারিক এবং শীর্ষ কর্তার ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে মেসেঞ্জারে টাকা চাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, পুলিশকর্তা থেকে শুরু করে সাধারণ পুলিশকর্মীদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে ওই চক্রটি। যার শিকার হয়ে ছিলেন খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement