দুর্ঘটনার পরে থানায় অ্যাপ-ক্যাবটি। রবিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক
চোখের পাতা কয়েক সেকেন্ডের জন্য লেগে গিয়েছিল। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি অ্যাপ-ক্যাব।
পুলিশ জানিয়েছে, রবিবার ইএম বাইপাসে চালকের অসতর্কতায় ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই গাড়িরই সওয়ারি, ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। আহত আরও তিন পড়ুয়া-সহ ক্যাবচালকও। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই অন্য রকম এক অসর্তকতায় প্রাণ হারালেন খোদ এক অ্যাপ-ক্যাব চালকই। শনিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে বিদ্যাসাগর সেতুর উপরে এ জে সি বসু উড়ালপুলের র্যাম্পে। পুলিশ জানায়, মৃতের নাম পীতাম্বর যাদব (৩৫)।
পুলিশ সূত্রের খবর, আদতে বিহারের বাসিন্দা অ্যাপ ক্যাব চালক পীতাম্বর কলকাতায় গোবিন্দ ফটিক লেনে থাকতেন। শনিবার রাতে তিনি বিদ্যাসাগর সেতু থেকে এ জে সি বসু র্যাম্প ধরে আসছিলেন। হঠাৎই কোনও গাড়ি তাঁর গাড়িকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।
জোরে ধাক্কা লাগায় তিনি উড়ালপুলের উপরেই গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে কোথায় আঁচড় লেগেছে, দেখার চেষ্টা করছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পেরেছে, ওই অ্যাপ-ক্যাবের ডান দিকে ধাক্কা মেরেছে কোনও গাড়ি। তাই তিনি সে দিকেই নেমে গাড়ির ক্ষয়ক্ষতি দেখছিলেন। সেই সময়ে একটি অজ্ঞাতপরিচয় কোনও গাড়ি প্রীতমবাবুকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, অ্যাপ-ক্যাবের পাশে রক্তাক্ত এক ব্যক্তি পড়ে রয়েছেন। মাথা দিয়ে গলগল করে তখনও রক্ত বেরোচ্ছে।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, মাথায় এবং ঘাড়ে আঘাত লেগেছিল ওই চালকের। পরে পুলিশ তাঁকে এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে নেমেছে।