দুষ্কৃতী ধৃত, উদ্ধার হল আগ্নেয়াস্ত্রও

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মোতাবেক সোমবার বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেন থেকে এক যুবককে গ্রেফতার করল তারা। ধৃতের নাম গৌরব চক্রবর্তী ওরফে কৃষ্ণ। তার কাছে মিলেছে একটি ওয়ান শটার ও একটি কার্তুজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৫ ০৩:২২
Share:

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মোতাবেক সোমবার বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেন থেকে এক যুবককে গ্রেফতার করল তারা। ধৃতের নাম গৌরব চক্রবর্তী ওরফে কৃষ্ণ। তার কাছে মিলেছে একটি ওয়ান শটার ও একটি কার্তুজ।

Advertisement

কেন গ্রেফতার করা হল ওই যুবককে? পুলিশ জানায়, গত ৮ মে শুক্রবার বেলেঘাটার চাউলপট্টি রোডে একটি ছাঁট কাগজের কারখানার মালপত্র নিয়ে পালাচ্ছিল কিছু দুষ্কৃতী। শৈবাল দত্ত নামে কারখানার এক কর্মচারী বাধা দিলে তাঁর মাথায় রিভলভারের বাট দিয়ে আঘাত করে পালায় দুষ্কৃতীরা। ওই দিনই পুলিশে অভিযোগ দায়ের করেন শৈবালবাবু।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর পরেই রবিবার রাতে কলিমুদ্দিন সরকার লেনের একটি ক্লাবে এসে গোলমাল করে কিছু যুবক। তাদের মধ্যে গৌরবও ছিল। তার পর থেকে এলাকায় চলছিল বাইক-বাহিনীর দাপট। সেই দলেও ছিল গৌরব। তখনই কয়েক জন বাসিন্দা পুলিশে ঘটনাটি জানান। সোমবার দুপুরে এলাকাবাসীরা দেখেন, এক যুবক মোটরবাইক চালিয়ে আসছে। তা দেখেই তাঁরা ওই যুবককে ঘিরে ধরেন। খবর পেয়ে এসে পড়ে পুলিশও। বেগতিক দেখে বাইক ফেলে ওই যুবক পালানোর চেষ্টা করে। তবে শেষরক্ষা হয়নি। যদিও গৌরবের মা মালা চক্রবর্তী বলেন, ‘‘অকারণে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement