প্রতীকী ছবি।
ভরদুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুরে। পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে ইশারফ গাজি নামে এক ব্যক্তি ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তখনই দুই মোটরবাইক আরোহী তাঁকে ধাওয়া করে অস্ত্র দেখিয়ে ব্যাগে থাকা ৯৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার কাছে। বারুইপুর থানায় ওই ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, বারুইপুরের হিমচি এলাকার বাসিন্দা ইশারফ বারুইপুরের মদারাট বটতলায় একটি মুরগির খামারে হিসাবরক্ষকের কাজ করেন। এ দিন খামার থেকেই প্রতিদিনের মতো টাকা নিয়ে তিনি মোটরবাইকে চেপে গোলপুকুর এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। অভিযোগ, পথে একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয়। গোলপুকুরের কাছে এসে তারা ইশারফের পথ আটকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও গলার কাছে চপার ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে তারা দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ।
সপ্তাহ দুয়েক আগে সোনারপুর থানা এলাকার এক কাঠগুদামের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও হাতে চপারের কোপ মেরে তিন দুষ্কৃতী দেড় লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছিল। মোটরবাইকে চেপে আসা ওই দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল না। এমনকি, তাদের মুখও ঢাকা ছিল না। এ দিনের ঘটনার ক্ষেত্রেও দুষ্কৃতীরা হেলমেট পরেনি বা মুখ ঢাকেনি। একই দল দু’টি ঘটনায় জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।