বাড়ি ছাড়তে হুমকির অভিযোগ

প্রায় একশো বছরের ওই বাড়িটি দখলে নিতে চাইছেন স্থানীয় প্রোমোটার দেবব্রত সরকার। ওই বাড়িতে দেবব্রতবাবুর অফিসও রয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়বাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ০০:৩৪
Share:

প্রতীকী ছবি।

বাড়ি ছেড়ে দেওয়ার জন্য এক ব্যক্তিকে হুমকি দেওয়া এবং তাঁকে মারধরের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। পুলিশ জানায়, চারু মার্কেট থানার ৯, চারুচন্দ্র প্লেস (ইস্ট)-এর বাসিন্দা সঞ্জয়কুমার মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রায় একশো বছরের ওই বাড়িটি দখলে নিতে চাইছেন স্থানীয় প্রোমোটার দেবব্রত সরকার। ওই বাড়িতে দেবব্রতবাবুর অফিসও রয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়বাবু। তিনি বলেন, ‘‘এটি শরিকি বাড়ি। বাড়িতে আমার আংশিক মালিকানা রয়েছে। এখানে দশ বছর ধরে দেবব্রতবাবুর অফিস রয়েছে।’’ সঞ্জয়বাবুর অভিযোগ, ‘‘বাড়ি ছেড়ে দিতে দীর্ঘ দিন ধরেই চাপ দিচ্ছেন দেবব্রতবাবু। বা়ড়ি ছাড়লে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন উনি। গত শুক্রবার সন্ধে সাতটা নাগাদ বাড়ি ফেরার সময়ে ওঁর ঘনিষ্ঠ দু’জন ব্যক্তি আমায় বাড়ির এক কোনে নিয়ে গিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘সে দিন প্রথমে সাদা কাগজে সই করব না বলে প্রতিবাদ করেছিলাম। পরে এক জন ফোনে দেবব্রতবাবুর সঙ্গে কথা বলায়। তিনি সই করতে চাপ দেন। ভয়ে বাধ্য হয়ে সই করে দিয়েছি।’’

Advertisement

যদিও এই ঘটনার কথা পুরোপুরি অস্বীকার করে দেবব্রত সরকার বলেন, ‘‘শুক্রবার যে সময়ের কথা বলছেন সঞ্জয়বাবু, তখন আমার অফিস বন্ধ ছিল। আমাদের কেউ ওখানে ছিলেন না। উনি সম্পূর্ণ মিথ্যা বলছেন।’’ দেবব্রতবাবুর পাল্টা অভিযোগ, ‘‘ওই বাড়িতে আমার আংশিক মালিকানা রয়েছে। বাড়ির সামান্য অংশে সঞ্জয়বাবুর মালিকানা থাকায় উল্টে উনিই আমাকে তাড়াতে চাইছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement