অনলাইনে মোবাইল ফোন অর্ডার করেছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা বিউটি সরকার চৌধুরী। শুক্রবার সেটি বাড়িতে পৌঁছনোর কথা ছিল। সময় মতো তা পৌঁছেও দিয়ে যান এক ক্যুরিয়ার সংস্থার কর্মী। কিন্তু বাক্স খুলতেই বিউটি-র বাবা সুবীর চৌধুরী দেখতে পান, ভিতরে ফোনের বদলে রয়েছে ইটের বড় টুকরো! এর পরেই ওই ক্যুরিয়ার কর্মী ইন্দ্রজিৎ ভক্তকে ধরে ফেলেন বিউটি-র পরিবারের লোকেরা। পুলিশকে খবর দেওয়া হলে ওই ইটের বাক্স বাজেয়াপ্ত করা হয় এবং ইন্দ্রজিৎকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৭ জুন অনলাইনে জিনিস বিক্রির একটি সংস্থার ওয়েবসাইটে গিয়ে একটি ল্যাপটপ ও মোবাইল ফোনের অর্ডার করেন বিউটি। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল, শুক্রবার বাড়িতে জিনিস পৌঁছে যাবে। এ দিন দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়ার বাড়িতে এক যুবক মোবাইল ফোন নিয়ে আসেন। কিন্তু ল্যাপটপ আনেনি। তখন বাড়িতে ছিলেন না বিউটি। তাঁর বাবা সুবীর চৌধুরী মোবাইল ফোনের ওই বাক্সটি নেন। কিন্তু ল্যাপটপ না থাকায় তখনই সন্দেহ হয় তাঁর। অভিযোগ, তিনি বাক্স খুলে দেখতে গেলে ক্যুরিয়রের ওই যুবক বাধা দেন। জোর করেই বাক্স খুলে সুবীরবাবু ইটের টুকরো পান।
ওই ক্যুরিয়ার সংস্থার নিরাপত্তা বিষয়ক এক অফিসার আনন্দকুমার ঝা বলেন, ‘‘আমাদের সংস্থায় কোনও প্যাকেট আসার পরে তা কোনও ভাবেই খোলা হয় না। যে কারণে আমাদের এখান থেকে কোনও ভুল হওয়া সম্ভব নয়। ওই ছেলেটি হেনস্থা হচ্ছে।’’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।