POCSO Court

পকসো আদালতের অচলাবস্থা কাটাতে হাইকোর্টে যাওয়ার ভাবনা

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিচারক ও আইনজীবীদের মতবিরোধের জেরে আলিপুরের বিশেষ পকসো আদালতে অচলাবস্থা শুরু হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ০৩:৫৩
Share:

—ফাইল চিত্র

পুজোর ছুটির পরে মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনে আইনজীবীদের বৈঠকের পরেও আলিপুরের বিশেষ পকসো আদালতের অচলাবস্থা কাটাতে কোনও সমাধানসূত্র বেরোল না। তাই এ বার হাইকোর্টে যেতে চলেছে আলিপুর বার অ্যাসোসিয়েশন। আলিপুরের আইনজীবী তথা রাজ্য বার কাউন্সিলের সদস্য ইন্দ্রনীল বসু বলেন, ‘‘লিখিত ভাবে বিষয়টি হাইকোর্টকে জানাব। ওই আদালত চালু করতে হাইকোর্টের মধ্যস্থতার প্রয়োজন রয়েছে।’’

Advertisement

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিচারক ও আইনজীবীদের মতবিরোধের জেরে আলিপুরের বিশেষ পকসো আদালতে অচলাবস্থা শুরু হয়েছিল। এজলাসে কোভিড-বিধি মানা হচ্ছে না বলে সে সময়ে আইনজীবীদের সতর্ক করেন বিশেষ আদালতের বিচারক। আইনজীবীদের পাল্টা বক্তব্য ছিল, এতে তাঁদের অপমান করেছেন ওই বিচারক। এর পরেই বার অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই আদালত বয়কটের সিদ্ধান্ত নেন আইনজীবীদের একাংশ।

অচলাবস্থা কাটাতে গত দু’মাসে আইনজীবী ও বিচারককে নিয়ে একাধিক বৈঠক করেছেন জেলা বিচারক। পুজোর ছুটির আগে বৈঠক করতে বার অ্যাসোসিয়েশনকে চিঠি দেন জেলা বিচারক। তার পরে পুজোর ছুটির আগেও একটি বৈঠক হয়। এ দিন ফের বৈঠক হয়। তবে সমাধানসূত্র মেলেনি।

Advertisement

আলিপুর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, ‘‘আলিপুরের এক শ্রেণির আইনজীবীদের ব্যক্তিস্বার্থের জেরে এই অচলাবস্থা তৈরি হয়েছে। ওই আদালতে প্রায় আড়াই হাজার মামলা বিচারাধীন। বিচারপ্রার্থীরা দীর্ঘ দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তা আইনজীবীদের নজরে আসছে না। নানা টালবাহানা করে আদালত অচল করে রাখা হচ্ছে। হাইকোর্ট কড়া পদক্ষেপ করলে বিচারপ্রার্থীদের সুরাহা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement