আকাশে মেঘ ঘনিয়ে ছিল বিকেলের দিকে। দমকা হাওয়াও উঠেছিল। কিন্তু বৃষ্টি হয়নি। আকাশে মেঘ থাকায় তাপমাত্রা বাড়েনি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় তা আরও বাড়বে কিনা, ধন্দে ছিলেন আবহবিদেরা। বৃহস্পতিবার তা ৩৬ ডিগ্রি ছাড়ায়নি। হাওয়া অফিসের খবর, আজ বিকেলের পরে বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
এ বার কালবৈশাখী বিমুখ করেছে শহরকে। মার্চ-এপ্রিল মিলিয়ে যেখানে কম করে ছ’টি কালবৈশাখী হওয়ার কথা, সেখানে এ বার একটি মাত্র কালবৈশাখী হয়েছে। শনিবারে ঝড়ই ছিল মূল। আবহবিদেরা বলছেন, আজ, শুক্রবারও কলকাতার আকাশ মেঘলা থাকার কথা। তাপমাত্রাও বাড়বে না। শুক্রবার তাই বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েক বছর ধরে কালবৈশাখীর আকাল চলছে। গত পাঁচ বছরে এপ্রিলের তাপমাত্রার নিরিখে বুধবারের ৩৮.৭ ডিগ্রিই সর্বোচ্চ। মে মাসে তাপমাত্রা ছাড়াচ্ছে ৪০ ডিগ্রি। তখন কালবৈশাখী হচ্ছে। আর কালবৈশাখীর সময়ে পিছিয়ে যাওয়ায় জুন মাসে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া চক্রের বদল ঘটছে বলে জানাচ্ছেন আবহবিদেরা।