Sexual Harassment

নার্সকে ‘ধর্ষণ’, ধৃত নার্সিংহোমের মালিক

অভিযোগকারিণী নার্স জানিয়েছেন, মাস দুয়েক আগে তিনি ওই নার্সিংহোমে কাজে যোগ দেন। তাঁর অভিযোগ, গত ১২ ডিসেম্বর দুপুরে তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন নজরুল ইসলাম ঢালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৫
Share:
An image of Arrest

—প্রতীকী চিত্র।

ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক তথা একটি নার্সিংহোমের মালিককে গ্রেফতার করল নিউ টাউন থানার পুলিশ। তদন্তকারীরা জানান, ধৃতের নাম নজরুল ইসলাম ঢালি। ওই নার্সিংহোমেরই এক নার্স তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

তদন্তকারীরা জানিয়েছেন, ওই চিকিৎসক একটি নার্সিংহোম চালান। অভিযোগকারিণী নার্স জানিয়েছেন, মাস দুয়েক আগে তিনি ওই নার্সিংহোমে কাজে যোগ দেন। তাঁর অভিযোগ, গত ১২ ডিসেম্বর দুপুরে তাঁকে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন নজরুল ইসলাম ঢালি। শুধু তা-ই নয়, তাঁকে রীতিমতো হুমকি দিয়ে ওই নার্সিংহোমে আটকেও রাখেন তিনি। পুলিশ জানায়, নির্যাতিতা নার্সকে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশের কাছে ওই তরুণীর আরও দাবি, পাঁচ দিন একটি জায়গায় বন্দি থাকার পরে গত ১৭ তারিখ পালাতে সক্ষম হন তিনি।

এর পরে গত ২৩ ডিসেম্বর ওই তরুণী নিউ টাউন থানায় গিয়ে নজরুলের বিরুদ্ধে ধর্ষণ,
খুনের হুমকি ও জোর করে আটকে রাখার অভিযোগ দায়ের করেন। তাঁর সেই লিখিত
অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকেরা।
রবিবার পুলিশ নজরুলকে গ্রেফতার করে। সে দিনই তাঁকে বারাসত আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement