প্রতীকী ছবি।
চলন্ত ট্রেন থেকেই চুরি গেল এক বিচারকের মোবাইল এবং অন্য গুরুত্বপূর্ণ নথি।
পুলিশ জানায়, ব্যাগ কেটে মোবাইল ও নথি চুরির ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে, শিয়ালদহগামী ক্যানিং লোকালে। রাতে শিয়ালদহ পৌঁছে রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই বিচারক। ঘটনার পরে দু’দিন কেটে গেলেও সোমবার রাত পর্যন্ত দুষ্কৃতীর খোঁজ মেলেনি। উদ্ধার হয়নি বিচারকের মোবাইল, পরিচয়পত্র এবং অন্যান্য নথি।
রেলপুলিশ সূত্রের খবর, বাঁকুড়ার একটি মহকুমা আদালতের ওই মহিলা বিচারক শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুটিয়ারি শরিফ থেকে ডাউন ক্যানিং লোকালে উঠেছিলেন। ট্রেন শিয়ালদহ পৌঁছনোর আগেই তিনি দেখেন, ব্যাগের চেন ভাঙা এবং খোলা। ভিতরে থাকা মোবাইল উধাও। শিয়ালদহের ১০ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পৌঁছনোর পরে তিনি রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তদন্তকারীদের অনুমান, ট্রেনে ভিড়ের সুযোগে দুষ্কৃতীরা বিচারকের ব্যাগের চেন কেটে, তা থেকে জিনিস হাতিয়ে মাঝপথেই নেমে পালায়। তবে কোন স্টেশনে বা কোথায় ঘটনাটি ঘটেছে, তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। তাঁরা জানিয়েছেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় পরিচিত দুষ্কৃতীদের তালিকা তৈরি করে ঘটনার দিন তাদের অবস্থান কোথায় ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।
ওই ঘটনার কিছু আগেই কল্যাণীর বাসিন্দা এক যুবক শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে থাকা কৃষ্ণনগর সিটি লোকাল থেকে ব্যাগ গায়েবের অভিযোগ দায়ের করেন রেলপুলিশের কাছে। ধ্রুব ভট্টাচার্য নামে ওই যুবকের অভিযোগ, তিনি কল্যাণী লোকালে উঠে উপরের বাঙ্কে ল্যাপটপ, মোবাইল সমেত ব্যাগটি রেখেছিলেন। কিন্তু কিছু ক্ষণ পরে তাঁর চোখে পড়ে, ব্যাগ নেই। পুলিশ জানায়, ধ্রুববাবুর দাবি, ব্যাগে ল্যাপটপ ও মোবাইল ছাড়াও অন্য জরুরি নথি ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।