Kolkata Metro

রাতের মেট্রোয় মহিলাদের গায়ে হাত! কুঁদঘাটে নামিয়ে পুরুষযাত্রীকে জুতোপেটা, তুলে দেওয়া হল পুলিশের হাতে

জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ২১:৪৯
Share:
মেট্রো স্টেশনে নামিয়ে অভিযুক্তকে মারধর মহিলা যাত্রীদের।

মেট্রো স্টেশনে নামিয়ে অভিযুক্তকে মারধর মহিলা যাত্রীদের। —নিজস্ব চিত্র।

মেট্রোর মধ্যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল এক পুরুষযাত্রীর বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে মেট্রোর মধ্যেই ধুন্ধুমার কাণ্ড বাধে। অভিযুক্তকে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে নামিয়ে জুতোপেটা করা হয় বলেও জানা গিয়েছে। পরে তাঁকে আরপিএফের হাতে তুলে দেন মহিলা যাত্রীরাই!

Advertisement

জানা গিয়েছে, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন! তাঁকে হাতেনাতে ধরে ফেলেন কয়েক জন যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই পরিস্থিতি আরও জটিল হয়। মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। তখন তাঁকে পাকড়াও করেন সহযাত্রীরা। মহিলাযাত্রীরা অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরপিএফ কর্মীরা। উত্তেজিত যাত্রীরা অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেন। জানা গিয়েছে, ট্রেনের মধ্যে যখন তিনি মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করছিলেন, তখন প্রতিবাদ জানান এক যাত্রী। প্রথমে তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ওই যাত্রীর গায়ে হাতও তোলেন। তখনই অন্যযাত্রীরা ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। মহিলাযাত্রীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। যাত্রীদের একাংশের অভিযোগ, ওই ব্যক্তি অতীতেও এমন কাণ্ড ঘটিয়েছেন। তখনও মহিলা যাত্রীদের হাতে মারও খান। তবে তার পর স্বভাব পাল্টাননি। যদিও সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত।

Advertisement

আরপিএফের হাতে তুলে দেওয়ার পর মহিলা যাত্রীরা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। আরপিএফের তরফে খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ বলেন, “একটা অভিযোগ পেয়েছি। রিজেন্ট পার্ক থানাকে খবর দেওয়া হয়েছে। আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement