সল্টলেক নিয়ে হচ্ছে তথ্যচিত্র

বিধাননগর পুরসভা সূত্রে খবর, ষাটের দশকে সল্টলেক কেমন ছিল, তার পরিবর্তন, বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে সেই তথ্য চিত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০১:৪৯
Share:

বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে তথ্য চিত্রে।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সময়ে মধ্যবিত্ত বাঙালিদের থাকার জন্য সল্টলেক উপনগরীর পরিকল্পনা করা হয়। গঙ্গার পলি-বালি তুলে জলা জমি ভরাট করে গড়া হয় সল্টলেক। তার পরে কী ভাবে বদলেছে এই উপনগরী, সেই ছবি ধরা পড়বে তথ্যচিত্রে।

Advertisement

বিধাননগর পুরসভা সূত্রে খবর, ষাটের দশকে সল্টলেক কেমন ছিল, তার পরিবর্তন, বিধাননগর পুরনিগম হয়ে ওঠার কাহিনি, সংযুক্ত এলাকার অবস্থা থাকবে সেই তথ্য চিত্রে।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘সল্টলেকের সে কাল-এ কাল থাকছে তথ্যচিত্রে।’’ এটি তৈরি করতে খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা। এ মাসেই কাজ শেষ হবে।

Advertisement

এক পুর কর্তা জানান, পুরসভা সাম্প্রতিক কালে কী কী উল্লেখযোগ্য কাজ করেছে, তথ্যচিত্রে থাকবে তার খতিয়ান। সেখানে থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সাজানো সল্টলেক, দখলদার উচ্ছেদ, আন্তর্জাতিক বইমেলা, পরিবেশ রক্ষায় সবুজায়নের কথাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement