অনলাইনে দেশের নানা প্রান্তের ৫২০ খুদের তুলির টান।
এ যেন ‘বদ্ধ’ জীবনে একমুঠো খোলা বাতাস। লকডাউন উঠে গেলেও, স্কুল এখনও খোলেনি। চালু হয়নি আঁকা, কবিতা, সাঁতার নাচ-সহ সৃজনশীল প্রশিক্ষণ দেওয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। বাড়ির একঘেঁয়েমি কাটাতে খুদেদের নিয়ে সম্প্রতি দেশ জুড়ে অনলাইনে হয়ে গেল আঁকা প্রতিযোগিতা। প্রায় ৫২০জন খুদে অংশ নিয়েছিল প্রতিযোগিতায়।
প্রয়াত ইঞ্জিনিয়ার সৌরভ রায়ের স্মৃতিতে অনলাইনে আঁকা প্রতিযোগিতার আয়োজন করে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনীরা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫টি বিভাগে ৫২০ জন অংশ নিয়েছিল। তার মধ্যে ১৫ জন সফল হয়। সর্বোচ্চ নম্বর পেয়ে ‘ক’ বিভাগে সেরা হয়েছে আয়ুর্দা দে।
সংগঠকদের তরফে জানানো হয়, পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাতের উপায়ও নেই। খেলার মাঠেও অভিভাবকেরা পাঠাতে ভয় পাচ্ছেন। বন্ধ হয়ে গিয়েছে আঁকা-গান-নাচের স্কুলগুলিও। এই পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। লকডাউনের সময় তাদের অভিজ্ঞতার ছবি প্রতিফলিত হয়েছে আঁকার খাতায়।
আরও পড়ুন: সকাল ৭টা থেকে এ বার মেট্রো, বদলাচ্ছে ই-পাসের নিয়মও
আরও পড়ুন: ‘কেউ মনে রাখেনি’, ছেলের নামে ফলক বসুক মাঝেরহাট সেতুতে, চান মা