Death

রেলের তারে বিদ্যুৎস্পৃষ্ট, বাবুঘাটের কাছে গণেশ বিসর্জনে মৃত ৩

তাদের আরও অভিযোগ, পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা রক্ষী না থাকায় দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্স ও দমকলের সাহায্য পেতে বেশ কিছু ক্ষণ সময় লেগে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ১১:১৭
Share:

দুর্ঘটনার পর বাজেকদমতলা ঘাট।— নিজস্ব চিত্র।

বাবুঘাটের কাছে গণেশ প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক আরও সাত জন। রবিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইডেন গার্ডেন্স স্টেশন লাগোয়া বাজেকদমতলা ঘাটে। ঠাকুর বিসর্জনের জন্য রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:বৈঠকের আগে ফের ফতোয়া জারি গুরুঙ্গের

এই ঘটনার পরই বিসর্জনের সময় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী না থাকার অভিযোগে বিক্ষোভ দেখান গণেশ পুজো উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, ওই সময় এলাকায় পুলিশের সংখ্যা ছিল হাতেগোনা। তাদের আরও অভিযোগ, পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা রক্ষী না থাকায় দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্স ও দমকলের সাহায্য পেতে বেশ কিছু ক্ষণ সময় লেগে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement