Road Accident

পুলিশের বাসে ধাক্কা ফাঁকা স্কুলবাসের, জখম ১৮

আহতদের কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১০:২৬
Share:

ধাক্কার অভিঘাতে পুলিশের বাসে থাকা কর্মীরা ছিটকে পড়েন। প্রায় ১৫ জন চোট পান। —প্রতীকী চিত্র।

সিগন্যালে দাঁড়িয়ে ছিল কলকাতা পুলিশের একটি ছোট বাস। আচমকা পিছন থেকে এসে সেটিতে ধাক্কা মারে ফাঁকা একটি স্কুলবাস। মঙ্গলবার, আগরপাড়ার এই ঘটনায় ১৮ জন জখম হয়েছেন। আহতদের কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন দুপুরে কলকাতা পুলিশের ৪২ জন কর্মী বাসে ব্যারাকপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের শুটিং রেঞ্জে যাচ্ছিলেন। আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে সিগন্যালে বাসটি যখন দাঁড়িয়ে ছিল, সে সময়ে আচমকাই একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাস এসে পিছনে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে পুলিশের বাসে থাকা কর্মীরা ছিটকে পড়েন। প্রায় ১৫ জন চোট পান।

অন্য দিকে স্কুলবাসে চালক, তাঁর সহকারী ছাড়াও ছিলেন এক জন মহিলা অ্যাটেনডেন্ট। তাঁরাও প্রত্যেকে অল্পবিস্তর জখম হন। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ ও স্থানীয়েরা আহতদের হাসপাতালে নিয়ে যান। পুলিশের বাসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়িতেও ধাক্কা লাগে। তাতে গাড়িটির অল্প ক্ষতি হলেও চালকের আঘাত লাগেনি।

Advertisement

ওই গাড়িটির চালক ঝন্টু দে বলেন, ‘‘সিগন্যালে দাঁড়িয়েছিলাম। আচমকাই পিছনে ধাক্কা লাগে। কোনও মতে গাড়ি নিয়ন্ত্রণে আনি। গাড়ি থেকে নেমে দেখি, ওই স্কুলবাসের ধাক্কায় পুলিশের বাসটি আমার গাড়িতে ধাক্কা মেরেছে। স্কুলবাসে পড়ুয়ারা থাকলে ভয়াবহ ঘটনা ঘটত।’’ বেপরোয়া গতি, না কি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটি এই দুর্ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে বেশ খানিক ক্ষণ বি টি রোডের ব্যারাকপুরমুখী লেনে যানজট হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement