বেতন পেলেও চলবে কর্মসূচি

মাসকটে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে যুক্ত ৫৬ জন ভারতীয় শ্রমিক বেতনহীন অবস্থায় সেখানে আটকে। তেমনই দাবি করেছিল ‘প্রবাসী কামগর পরিষদ’-এর নেতৃত্ব। তাঁদের মধ্যে ১৫ জন রবিবার বেতন পেয়েছেন। তার মধ্যে পাঁচ জন বাঙালিও রয়েছেন। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০০:১১
Share:

—প্রতীকী ছবি।

ওমানের মাসকটে থাকা শ্রমিকেরা বেতন পেতে শুরু করলেন। ১৫ জন ভারতীয় রবিবার বেতন পেয়েছেন।

Advertisement

মাসকটে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে যুক্ত ৫৬ জন ভারতীয় শ্রমিক বেতনহীন অবস্থায় সেখানে আটকে। তেমনই দাবি করেছিল ‘প্রবাসী কামগর পরিষদ’-এর নেতৃত্ব। তাঁদের মধ্যে ১৫ জন রবিবার বেতন পেয়েছেন। তার মধ্যে পাঁচ জন বাঙালিও রয়েছেন।

কলকাতার এক পরিকাঠামো নির্মাণকারী সংস্থার হয়ে ওমান গিয়েছিলেন এই শ্রমিকেরা। আগামী ২০ নভেম্বর শেক্সপিয়র সরণিতে সংস্থার অফিসের সামনে অনশনের ঘোষণা করেছিল পরিষদ। ওই কর্মসূচি থেকে সরছে না তারা। সংগঠনের কো-অর্ডিনেটর শিবপ্রসাদ তিওয়ারির অভিযোগ, শ্রমিকদের ভিসার মেয়াদ ফুরিয়েছে, তাই বেতন পেলেও দেশে ফিরতে পারবেন না তাঁরা। তা নিয়ে সংস্থার তরফে এখনও কিছু করা হয়নি। সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, বিষয়টির দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে তারা। শ্রমিকদের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছে পরিষদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement