ফাইল চিত্র।
কখনও রোদ তো কখনও বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় এমনই পরিস্থিতি থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শহর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারা দিনই মেঘ, রোদের খেলা চলবে। সঙ্গে কোথাও কোথাও ঝিরঝিরে, কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশেই থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৮০ শতাংশ। সর্বোচ্চ পরিমাণ হবে ৯৭ শতাংশ। ফলে হালকা বা মাঝারি বৃষ্টি হলেও গুমোট ভাব বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।