ফাইল ছবি।
সন্ধে সাড়ে সাতটায় ইডেন উদ্যানে শুরু আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। তার আগে, দুপুর একটা নাগাদ, কলকাতার আকাশ কালো করে নামল বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস ছিল, মঙ্গলবার বৃষ্টির। অক্ষরে অক্ষরে সেই পূর্বাভাস মিলিয়ে দুপুরেই শুরু হয়ে গেল ধারাপাত। শহরের প্রায় সর্বত্র বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই কলকাতার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। তবে ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফুটিয়ে মাঝেমাঝেই রোদের দেখা মিলছিল। দুপুর একটা নাগাদ এক ফোঁটা, দু’ফোঁটা করে শুরু হয় বৃষ্টি। তার পর কখনও মুষলধারে আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজা শুরু শহরের। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, বিকেল-সন্ধেয় শহরে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকেই শহরে বৃষ্টিপাত বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দিনের বেলা বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও।