আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক। ছবি: সংগৃহীত।
সপ্তাহের প্রথম সকালেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হল খাস কলকাতায়। শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রতিবেশী রাজ্য বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম হাসান শেখ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ৪২ বছর বয়সি ওই যুবক মালদহের কালিয়াচক থানার নারায়ণপুরের বাসিন্দা। বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসছিলেন তিনি। তবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কেন সেগুলি কলকাতায় আনা হচ্ছিল, সে সব এখনও জানা যায়নি। ধৃতকে আদালতে হাজির করানো হলে তাঁর ৩১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোর থেকেই শিয়ালদহ স্টেশনচত্বরে নজরদারি বৃদ্ধি করা হয়েছিল। সকাল সাড়ে ৫টা নাগাদ হাটেবাজারে এক্সপ্রেস শিয়ালদহে এসে থামতেই ট্রেন থেকে নামেন হাসান। তাঁকে দেখে সন্দেহ হয় এসটিএফের তদন্তকারীদের। তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে একে একে ছ’টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জামাকাপড়ের ভিতর ওই অস্ত্র লুকিয়ে রাখা ছিল। এর পরেই হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। কী উদ্দেশ্যে তিনি অস্ত্রগুলি নিয়ে আসছিলেন, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, শিয়ালদহ স্টেশন ও লাগোয়া অঞ্চলে সাম্প্রতিক অতীতেও একাধিক বার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি মাসেই সুরেন্দ্রনাথ উইমেন’স কলেজের সামনে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তারও আগে গত বছরের শেষ দিকে শিয়ালদহ সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাঁর কাছ থেকেও একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। তিনিও বিহার থেকে অস্ত্র নিয়ে কলকাতায় এসেছিলেন।