Suvendu Adhikari Rally

হলদিয়ায় শুভেন্দুকে মিছিল করার অনুমতি দিল হাই কোর্ট, পদযাত্রা শেষে দুর্গাচকে সভাও করা যাবে

হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ১০ মার্চ দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তার পর থেকেই হলদিয়ায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৮:১১
Share:
Kolkata HC grants Suvendu permission for rally and public meeting at Haldia

হলদিয়ায় মিছিল করতে পারবেন শুভেন্দু, অনুমতি মিলল হাই কোর্টের। —ফাইল ছবি।

আরও এক বার অনুমতি দিল না পুলিশ। আরও এক বার হাই কোর্ট থেকে অনুমতি আদায় করলেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের বন্দরশহর তথা শিল্পনগরীতে শনিবার শুভেন্দু মিছিল এবং সভা করতে পারবেন বলে জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Advertisement

হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল ১০ মার্চ দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তার পর থেকেই হলদিয়ায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু। তৃণমূলের টিকিটে তাপসী ২০২৬ সালের নির্বাচনে হলদিয়া থেকে জিততে পারবেন না বলে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়েছেন। তাপসীর দলত্যাগের দিন দুয়েকের মধ্যেই তিনি হলদিয়ায় গিয়ে কর্মিসভা করেছেন। ২২ ফেব্রুয়ারি ফের হলদিয়ায় মিছিল এবং সভা হবে বলেও তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু মিছিল এবং সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে পুলিশ জানিয়ে দেয়।

অনুমতি প্রত্যাখ্যাত হতেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, শুভেন্দুরা শনিবার হলদিয়ায় মিছিল করতে পারবেন। মিছিল শুরু হবে ক্ষুদিরাম বসু স্কোয়্যার থেকে। শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে। মিছিলশেষে সেখানে শুভেন্দু সভাও করতে পারবেন। তবে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টের মধ্যে গোটা কর্মসূচি সম্পন্ন করতে হবে বলে হাই কোর্টের নির্দেশ।

Advertisement

বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে মিছিল করেছেন শুভেন্দু। তার দু’দিনের মধ্যেই ফের নিজের জেলায় শুভেন্দুর মিছিল। বিজেপি সূত্রের খবর, তাপসীর দলত্যাগকে চ্যালেঞ্জ করা নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রাকে নস্যাৎ করা এখন শুভেন্দুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শুভেন্দু বিজেপিতে যোগদানের পর থেকে প্রায় সব নির্বাচনেই পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ আসনে বিজেপি জয়ী হচ্ছে। ২০২৬ সালে তা হতে দিলে চলবে না বলে নিজের দলকে বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আগামী বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনের মধ্যে অন্তত ১২টি জিততে হবে বলে তৃণমূল কর্মীদের সামনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি। সে কথা মাথায় রেখে শনিবার হলদিয়ার মিছিলে শুভেন্দু আরও বেশি করে শক্তি প্রদর্শনের চেষ্টা করবেন বলে অনেকের ধারণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement