প্রতীকী চিত্র।
কেন্দ্রীয় কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে এবং শ্রম কোড চালু করার প্রতিবাদে আগামী ২৫ সেপ্টেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। দেশের ২২টি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে মোর্চার দু’দিনের জাতীয় কনভেনশনে এই সিদ্ধান্ত হয়েছে। কনভেনশনে অংশগ্রহণ করেছিল ১৮টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ৯টি মহিলা সংগঠন এবং ১৭টি ছাত্র-যুব সংগঠন। কিষাণ মোর্চা নেতৃত্বের বক্তব্য, টানা কয়েক মাস ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার জনস্বার্থ-বিরোধী আইন রদ করছে না। অন্য দিকে, ফসলের ন্যায্য দাম দেওয়া, রেশন ব্যবস্থা শক্তিশালী করা বা কালোবাজারি বন্ধ করার কোনও কার্যকর ব্যবস্থা হচ্ছে না। সেই জন্যই বৃহত্তর প্রতিবাদের পথে যেতে হচ্ছে।