দেশের উন্নয়ন মানচিত্রে গুজরাতের অবস্থানের উচ্চ কণ্ঠে প্রশংসা করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। গুজরাতের সঙ্গে বঙ্গ প্রবাসী গুজরাতিদের বন্ধন দৃঢ় করতে শনিবার স্বভূমিতে শনিবার ‘সদাকল গুজরাত’ শীর্ষক অনুষ্ঠান করে সে রাজ্যের সরকার। সেখানে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী প্রদীপসিংহ জাডেজা-সহ এক ঝাঁক বিশিষ্ট মানুষের সামনে রাজ্যপাল বলেন, ‘‘উন্নয়ন নিয়ে যেখানেই চর্চা হয়, সেখানেই মানুষ গুজরাতের কথা বলে। বিহার মডেল বা উত্তরপ্রদেশ মডেল কেউ বলে না। বলে গুজরাত মডেল। পশ্চিমবঙ্গের আর্থিক প্রগতিতেও গুজরাতের ভূমিকা আছে।’’ রাজ্যপালের আরও বক্তব্য, ‘‘গুজরাতের আলো দিয়ে দেশের অন্য রাজ্যগুলিকে আলোকিত করব, এটাই সদাকল গুজরাতের বার্তা।’’
আরও পড়ুন: মোদী-রাজ্যের চেয়েও আধারে এগিয়ে বাংলা
ওই অনুষ্ঠানেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেন, ‘‘গুজরাত এগিয়ে আছে। পশ্চিমবঙ্গকেও এগিয়ে যেতে গুজরাত সাহায্য করুক।’’ তৃণমূল অবশ্য গুজরাতের প্রশংসায় খুশি হয়নি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমি রাজ্যপালের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করব না। তবে দিলীপবাবুর বক্তব্য সম্পর্কে বলি, গুজরাত এক কালে বিনিয়োগের গন্তব্য ছিল, এখন আর নেই। এখন এ রাজ্যই বিনিয়োগের গন্তব্য। এটা সকলেই জানেন। শুধু দিলীপবাবু জানেন না। কারণ ওঁর মানসিক ভারসাম্যের অভাব ঘটেছে। উনি বরং, মাথায় বরফ চাপা দিয়ে মানসিক চিকিৎসালয়ে যান।’’