সূর্যকান্ত মিশ্র
যাঁরা কোনও রাজনৈতিক দল করেন না, তাঁদেরকেও কাছে টানতে দলকে এ বার তৎপর হওয়ার নির্দেশ দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাম গণ সংগঠনগুলির যৌথ মঞ্চ বিপিএমও এখন বিভিন্ন জেলায় জাঠা করছে। গত ২২ অক্টোবর ফরাক্কা থেকে যে জাঠা শুরু হয়েছিল, তা মঙ্গলবার পৌঁছয় ব্যারাকপুরে। সেখানে স্টেশনের বাইরে সভায় সূর্যবাবু বলেন, ‘‘এত দিন আমরা বলতাম, যাঁরা তৃণমূল বা বিজেপি করেন, তাঁদেরকেই আমাদের কথা বোঝাতে হবে। তাঁদের পাশে থাকতে হবে। এখন বলছি, যাঁরা তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট— কিছুই করেন না, তাঁদেরকেও বোঝাতে হবে, আমরা একটা কঠিন সময়ে দাঁড়িয়ে আছি। তাঁদেরকেও সংগঠিত করতে হবে।’’
ফরাক্কা থেকে শুরু হওয়া জাঠা এ দিন সকালে কাঁচরাপাড়ায় পৌঁছয়। তখন সেখানে ছিলেন সূর্যবাবু, গৌতম দেব এবং তড়িৎ তোপদার। সূর্যবাবু সেখান থেকে জাঠায় সামিল হয়ে ব্যারাকপুর পর্যন্ত হাঁটেন। এ দিন কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি, শ্যামনগর অঞ্চলে প্রচুর মানুষ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বামেদের পদযাত্রা দেখেন। সূর্যবাবু তাঁদের হাতজোড় করে নমস্কার করেন। অনেকের সঙ্গে কুশল বিনিময়ও হয় তাঁর। পরে ব্যারাকপুরের সভায় সূর্যবাবু বলেন, ‘‘অনেকেই নমস্কার করতে চাইছেন। হাত বাড়াতে চাইছেন। কিন্তু শেষ পর্যন্ত হাত গুটিয়ে নিচ্ছেন। কার ভয়ে, তা বলাই বাহুল্য।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একই মুদ্রার দুই পিঠ বলে কটাক্ষ করেন সূর্যবাবু।