শেওড়াফুলিতে তৃণমূলের অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নাম না করে প্রকাশ্য সভায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে আবার কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এ বার আর শুধু ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে নয়, গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-তে গিয়ে যাঁরা আবার তৃণমূলে ফিরে এসেছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ।
প্রয়াত তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ আকবর আলি খন্দকারের ৬৫তম জন্মদিবস উপলক্ষে শেওড়াফুলিতে তৃণমূলের অনুষ্ঠানে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিধানসভা ভোটের সময় ওঁদের বলেছিলাম, বিড়ালগুলোকে বাঘ ভেবে নিয়ে যাচ্ছেন তো, দেখবেন নির্বাচনের পরে ওগুলো ইঁদুর হয়ে যাবে। গর্ত খুঁজবে। সত্যিই তাই ঘটছে। এখন এখানে ফিরে এসে গর্ত খুঁজছে। বলছে, আমায় একটু জায়গা দাও গো, মায়ের মন্দিরে বসি।’’
গত বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল তৃতীয় বার ক্ষমতায় আসার পরই পুরনো দলে প্রত্যাবর্তন হয় মুকুল রায়ের। এর পর রাজীব থেকে শুরু করে সব্যসাচী দত্ত অনেকেই ফিরে এসেছেন তৃণমূলে। রাজীব তৃণমূলে ফিরে আসায় সরাসরি তার বিরোধিতাও করেছেন কল্যাণ। সম্প্রতি ডোমজুরে রাজীবকে ঘিরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন তৃণমূল কর্মীরা। কল্যাণ সে দিন বলেছিলেন, ‘‘তবু ভাল কালো পতাকা দেখিয়েছে। এর পর এলে অন্য কিছুও হতে পারে।’’