স্বাস্থ্য ভবনে পৌঁছেছেন জুনিয়র ডাক্তারেরা। ছবি: সংগৃহীত।
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার।
রাত সাড়ে ৯টা নাগাদ স্বাস্থ্য ভবনে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকেরা। সেখানেও তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন।
মুখ্যসচিবের ডাকা বৈঠকে যোগ দিতে স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা দিলেন ২৫ জনের বেশি জুনিয়র ডাক্তার। বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠক শুরু করার কথা বলেছিলেন মুখ্যসচিব। কিন্তু জুনিয়র ডাক্তারেরা ধর্মতলা থেকে বাসে করে রওনা দিলেন রাত পৌনে ৯টা নাগাদ।
৮-১০ জন জুনিয়র ডাক্তারকে বৈঠকে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যসচিব পন্থ। কিন্তু আগের বারের মতো জুনিয়র ডাক্তারের নিজেদের মতো করেই প্রতিনিধি দল নিয়ে যাবেন বলে জানিয়েছেন। শোনা যাচ্ছে, অন্তত ২০ জন জুনিয়র ডাক্তার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের বৈঠকে যেতে পারেন।
বুধবার রাতে অনশনমঞ্চে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। অনশনকারীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনিও।
বুধবার সন্ধ্যায় অনশনমঞ্চে গেলেন অপর্ণা সেন এব চৈতি ঘোষাল। অনশনকারীদের সঙ্গে তাঁরা কথা বলেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে অপর্ণা বলেন, ‘‘আমি বাড়িতে বসে থাকতে পারলাম না। তাই চলে এসেছি। আপনারাও আসুন অনশন মঞ্চে। আন্দোলনকারীদের পাশে দাঁড়ান।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনশন মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন। বলেন, ‘‘মাননীয়া, আপনিও আসুন।’’ রাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অপর্ণা।
মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে কারা যাবে, তা স্থির করতে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারেরা।
জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। সেখানে জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল যেতে পারবেন বলে ইমেলে জানানো হয়েছে। মুখ্যসচিবের সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।