— প্রতীকী চিত্র।
প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় চার্জ গঠনের শুনানিতে ইডির তদন্তকারী ও আইনজীবীদের ভূমিকা নিয়ে ফের সরব হলেন বিচারক। বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার বলেন, ‘‘অভিযুক্তদের আইনজীবীদের মামলার নথি এখনও না দেওয়াটা গাফিলতি বলে মনে হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের হাতে সমস্ত নথি তুলে দিতে হবে।’’ এ সব আইনি জটিলতায় চার দফা শুনানির পরে এ দিনও চার্জ গঠন পিছিয়ে গিয়েছে।
ইডির আইনজীবীদের উদ্দেশে বিচারকের নির্দেশ, ‘‘দরকারে রাতভর কাজ করবেন। অভিযুক্তদের আইনজীবীদের বাড়িতে গিয়ে নথি দিয়ে আসবেন। তদন্তকারী সংস্থার গাফিলতির জন্য চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে। ‘ডিজিটাল’ নথি (পেনড্রাইভ) নয়। প্রতিলিপি দিতে হবে।” বুধবার দুপুর আড়াইটের মধ্যে অভিযুক্তদের আইনজীবীদের সবার কাছে নথি পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।
আদালত সূত্রের খবর, প্রাথমিকের মামলায় ২৯ জন ব্যক্তি ও ২৫টি সংস্থার নামে অভিযোগ দায়ের হয়েছে। বেশির ভাগ অভিযুক্তের আইনজীবীই ইডির কাছ থেকে মামলার নথি পাওয়া যায়নি বলে বিচারকের কাছে অভিযোগ করেন। তাঁদের আরও অভিযোগ, পেনড্রাইভে দেওয়া নথির বেশির ভাগই অস্পষ্ট বা অসম্পূর্ণ।
কয়েক ঘন্টা শুনানির পরে বিচারক বলেন, “চার্জ গঠনের শুনানির জন্য শীতের ছুটি বাতিল করা হচ্ছে। ক্রিসমাস এবং রবিবার ছাড়া চার্জ গঠন প্রক্রিয়া চলবে। বিশেষ আদালত খোলা রাখার জন্য নগর দায়রা আদালতের মুখ্য বিচারক, রেজিস্ট্রার অফ জুডিশিয়াল সার্ভিস এবং বিচারবিভাগীয় সচিবের কাছে আবেদন করে আদালত খোলা রাখার ব্যবস্থা করা হবে।” এর পরেই আদালতে উপস্থিত অভিযুক্তদের আইনজীবীরা বলেন, “শীতকালীন ছুটির মধ্যে শুনানি সম্ভব নয়।” বিচারক বলেন, “শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে। সেই কারণে শুনানি প্রক্রিয়া জারি রাখতেই হবে।” কাল, বৃহস্পতিবার চার্জ গঠনের পরের শুনানি বলে আদালত সূত্রে খবর।