বিদ্যুৎ বণ্টন সংস্থায় পরীক্ষা ও নিয়োগের দাবি নিয়ে চাকরি-প্রার্থীরা। নিজস্ব চিত্র।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থায় (ডব্লিউবিএসইডিসিএল) আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা এবং পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামলেন চাকরি-প্রার্থীরা। সিনিয়র ও জুনিয়র ইঞ্জিনিয়ার এবং নন-টেকনিক্যাল পদের জন্য ২০১৮ সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২০১৯ সালে, যা বাতিল করা হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। তার পরে আর পরীক্ষার দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। চাকরি-প্রার্থীদের প্রতিনিধিরা এ দিন বিদ্যুৎ বণ্টন সংস্থার জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে দাবি করেছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বিজ্ঞপ্তি না হলে বড় আন্দোলন হবে। তাঁদের দাবি, সংস্থার তরফে বলা হয়েছে পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার চেষ্টা হবে।