ফের সমরেশের জেল হেফাজত

দুর্গাপুর শহরের বাসিন্দা সুচেতা চক্রবর্তী ও তাঁর মেয়ে দীপাঞ্জনাকে খুনে অভিযুক্ত সমরেশ সরকারকে ফের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। বৃহস্পতিবার সমরেশকে ওই আদালতের এসিজেএম নচিকেতা বেরার এজলাসে তোলা হয়। সমরেশের আইনজীবী মহম্মদ মাসুদ আলম তাঁর মক্কেলের জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:২৮
Share:

দুর্গাপুর শহরের বাসিন্দা সুচেতা চক্রবর্তী ও তাঁর মেয়ে দীপাঞ্জনাকে খুনে অভিযুক্ত সমরেশ সরকারকে ফের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিল শ্রীরামপুর আদালত। বৃহস্পতিবার সমরেশকে ওই আদালতের এসিজেএম নচিকেতা বেরার এজলাসে তোলা হয়। সমরেশের আইনজীবী মহম্মদ মাসুদ আলম তাঁর মক্কেলের জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির পরে ১৯ নভেম্বর সমরেশকে ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক। এ দিকে, সুচেতার স্বামী শ্রুতিধর মুখোপাধ্যায় এ দিন আদালতে গোপন জবানবন্দি দেন। গত ২৯ অগস্ট সুচেতা এবং তাঁর শিশুকন্যার দেহের খণ্ডাংশ নদীতে ফেলতে গিয়ে ধরা পড়েন সমরেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement