—ফাইল চিত্র।
ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কের বাইপাস তৈরির কাজে স্থানীয় মানুষের অসন্তোষ নিয়ে জেলাশাসকের রিপোর্ট চাইলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। ওই জাতীয় সড়কে বাইপাস তৈরির জন্য বহু মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তোলেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ্ (ভিক্টর)। বিধানসভা সূত্রের খবর, বৃহস্পতিবার সে বিষয়েই জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন পূর্তমন্ত্রী। ভিক্টর বুধবার বিধানসভায় ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তা তৈরির কাজ আটকে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পূর্ত দফতরের বাজেটের জবাবি ভাষণে মন্ত্রী অরূপবাবু সে প্রসঙ্গে বলেছিলেন, ওই সড়কের কাজ করে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ। আর উচ্ছেদ শুরু হয়েছিল বাম আমলে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।