প্রতীকী ছবি।
দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সংগঠনের ৭৫ বছর পূর্তি উদযাপনে সাংস্কৃতিক প্রতিরোধের বার্তা দিতে চাইছে ভারতীয় গণনাট্য সঙ্ঘ (আইপিটিএ)। সংগঠনের কলকাতা শাখার আয়োজনে ওই অনুষ্ঠানে স্মরণ করা হবে সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস, বিনয় রায়, জ্যোতিরিন্দ্র মৈত্র, দিলীপ সেনগুপ্ত, গুরুদাস পালের মতো বঙ্গসন্তানদের গণসঙ্গীত।
প্রসিনিয়াম আর্ট সেন্টার ও সুজাতা সদনে আগামী ১৬ এবং ২১-২২ ডিসেম্বর আয়োজন করা হচ্ছে আইপিটিএ-র ৭৫ বর্ষপূর্তির স্মারক অনুষ্ঠানের। সেই উপলক্ষে মঞ্চস্থ হবে ব্রেখ্টের রচিত নাটক ‘ফিয়ার অ্যান্ড মিজারি অব থার্ড রাইখ’। নাটকের পরিচালক সমুদ্র গুহের কথায়, ‘‘আজকের এই ক্ষুদ্র, গো-পাগল দেশে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’’ উদ্বোধন করার কথা পরাণ বন্দ্যোপাধ্যায়ের।
আইপিটিএ সূত্রের বক্তব্য, নৃত্যনাট্য, কবিতা ও ভাষ্যপাঠ, শ্রুতিনাটক-সহ নানা সাংস্কৃতিক কর্মসূচিরই আয়োজন থাকবে তিন দিনের অনুষ্ঠানে।