Tanmoy Bhattacharya

তন্ময়কে ডাক দলীয় কমিটির, বহিষ্কৃত যুব নেতা

আগামী ৯ নভেম্বর দলের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দলীয় কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ওই কমিটির শীর্ষে রয়েছেন সিপিএম নেত্রী অঞ্জু কর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৫:২৫
Share:

তন্ময় ভট্টাচার্য। —ফাইল চিত্র।

এক মহিলা সাংবাদিকের আনা হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে সিপিএমের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি) ডেকে পাঠাল দলের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। আগামী ৯ নভেম্বর তাঁকে দলীয় কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ওই কমিটির শীর্ষে রয়েছেন সিপিএম নেত্রী অঞ্জু কর।

Advertisement

দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করার পরে গণতান্ত্রিক মহিলা সমিতির বৈঠক সেরে তিনি দিল্লি থেকে ফিরবেন। তার পরেই ডাকা হয়েছে তন্ময়কে। বরানগর থানা বুধবারই ফের এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। সিপিএম থেকে নিলম্বিত (সাসপেন্ড) প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, দলীয় কমিটি এবং পুলিশ, যে যখন ডেকে পাঠাবে, তিনি যাবেন। এরই মধ্যে নারী নিগ্রহের অভিযোগে নেতাজিনগর এলাকার যুব সিপিএম নেতা সোমনাথ ঝা-কে বহিষ্কার করেছে সিপিএমের টালিগঞ্জ-২ এরিয়া কমিটি। রীতি মেনে এর পরে ওই সিদ্ধান্ত অনুমোদনের জন্য যাবে দলের কলকাতা জেলা কমিটির কাছে। প্রসঙ্গত, সিপিএমের রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement