State news

কুণাল ঘোষের জামিনের মেয়াদ বাড়ল, আপত্তি করল না সিবিআই

অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল কুণাল ঘোষের। আজ তাঁর জামিনের মেয়াদ ১১ নভেম্বর থেকে বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত করল কলকাতা হাইকোর্ট। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কুণাল ঘোষের জামিন সংক্রান্ত মামলায় বিচারপতি অসীম রায় এবং বিচারপতি মলয়মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১২:৪৮
Share:

—ফাইল চিত্র।

অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল কুণাল ঘোষের। আজ তাঁর জামিনের মেয়াদ ১১ নভেম্বর থেকে বাড়িয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত করল কলকাতা হাইকোর্ট। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত কুণাল ঘোষের জামিন সংক্রান্ত মামলায় বিচারপতি অসীম রায় এবং বিচারপতি মলয়মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আজ এই রায় দিয়েছেন। অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আগের দিন দেওয়া সব শর্ত জারি থাকবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

Advertisement

মায়ের অসুস্থতার কথা জানিয়ে এ দিন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন জানান কুণাল ঘোষের আইনজীবী। সেই আবেদনে সিবিআইয়ের তরফেও কোনও আপত্তি করা হয়নি। এ দিন সিবিআইয়ের তরফে জানানো হয়, অন্তর্বর্তীকালীন জামিনে থাকাকালীন কুণাল ঘোষ আদালতের সমস্ত নির্দেশই মেনে চলছেন। তাঁর মা ব্লাড ক্যানসারের রোগী। মায়ের অসুস্থতার কথা মাথায় রেখে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানো যেতে পারে। সিবিআইয়ের কথা শোনার পর আদালত সেই মেয়াদ বাড়িয়ে দেয়। এই মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।

প্রায় তিন বছর জেলে থাকার পর গত ৪ অক্টোবর কুণাল ঘোষের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, এই সময়ের মধ্যে তিনি নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না। সিবিআইয়ের কাছে পাসপোর্ট জমা রাখার পাশাপাশি সপ্তাহে এক দিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হাজিরাও দিতে হচ্ছে কুণালকে।

Advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাধা পেতে পারে শীত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement