ইন্দিরা গাঁধী ও সর্দার বল্লভভাই পটেলের স্মরণে কংগ্রেস নেতারা।—নিজস্ব চিত্র।
দিনভর নানা অনুষ্ঠানে পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩৫তম প্রয়াণ দিবস। একই সঙ্গে উদযাপিত হল সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবসও। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে একই সঙ্গে দুই প্রয়াত নেতা-নেত্রীকে স্মরণ করেন সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, শুভঙ্কর সরকার-সহ কংগ্রেস নেতারা। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ছিলেন শেওড়াফুলিতে ইন্দিরা-স্মরণে। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় কলকাতায় ইলিয়ট পার্কের কাছে ইন্দিরা মূর্তিতে শ্রদ্ধা জানান। রাসবিহারী অ্যাভিনিউয়ে ‘জাতীয় সংহতি দিবস’ উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন প্রদীপবাবু, তুলসী মুখোপাধ্যায়েরা। আবার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সর্দার পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।