প্রতীকী ছবি।
শিয়ালদহ ডিভিশনের স্টেশন ও সংলগ্ন এলাকাগুলি দখল হয়ে যাওয়া নিয়ে চিন্তিত রেল প্রশাসন। মঙ্গলবার পূর্ব রেলের সদর দফতরে আসন সংরক্ষণ কেন্দ্রটির ৩০ বছর পূর্তির অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও বলেন, ‘‘দখলদার উচ্ছেদ না হলে ট্রেন চালানো তো বটেই, এমনকী যাত্রীদের যথাযথ নিরাপত্তাও দেওয়া যাচ্ছে না। তখন বাধ্য হয়েই ট্রেন বন্ধ করে দিতে হবে।’’
মাস দেড়েক আগে শিয়ালদহ দক্ষিণ শাখায় লাইনের পাশের কয়েকটি শৌচাগার আরপিএফ ভাঙতে গিয়ে বিপত্তি বাধে। উত্তেজিত জনতার সঙ্গে আরপিএফের হাতাহাতিও হয়েছিল। এর জেরে দক্ষিণ শাখায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণের জন্য। এ দিন সে বিষয়টিও তোলেন জেনারেল ম্যানেজার।
পূর্ব রেলের ফেয়ারলি প্লেসের আসন সংরক্ষণ দফতরটি এ বার ৩০ বছরে পা রাখল। ১৪টি রাজ্য ও ৬টি জোনের কম্পিউটার চালিত আসন সংরক্ষণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় এখান থেকেই। রেলের এই আসন সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে ১৪ হাজার ফুট উচ্চতায় থাকা সিকিমের আসন সংরক্ষণ কেন্দ্রটিও।
আসন সংরক্ষণ কেন্দ্রগুলিতে দালাল-রাজ কমাতে ভিজিল্যান্সের নজরদারি আরও কড়া হচ্ছে বলে এ দিন রেলকর্তারা জানান। পাশাপাশি যাত্রীদেরও ডেবিট কার্ড ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার অনুরোধ জানিয়েছেন তাঁরা। কারণ তাঁদের দাবি, ইন্টারনেটের মাধ্যমে টিকিট কাটলে দালাল উপদ্রবে অনেকটাই রাশ টানা যাবে।