পশ্চিমবঙ্গ সরকারের আনা স্বাস্থ্য বিলে বেশ কিছু সংশোধনের দাবি জানালো চিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)-এর কেন্দ্রীয় শাখা। এ ব্যাপারে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে স্মারকলিপিও জমা দেয় তারা।
পরে আইএমএ-র সর্বভারতীয় সভাপতি কৃষ্ণকুমার অগ্রবাল বলেন, ‘‘সামান্য কারণে চিকিৎসকদের যেন জেলে ঢোকানো না হয়, কোনও একটি ঘটনায় একাধিক বার যেন চিকিৎসককে ক্ষতিপূরণ দিতে না হয়। যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ডাক্তারের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনেন তাঁরও যেন শাস্তি হয়—এমনই কিছু সংশোধন চেয়েছি আমরা।’’
রাজ্য শাখাও এই সংশোধন চায় কিনা জানতে চাইলে শাখার সাধারণ সম্পাদক শান্তনু সেনের উক্তি, ‘‘এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে কেন্দ্রীয় শাখা কিছু সংশোধনের প্রস্তাব দিতেই পারে।’’ সরাসরি সংশোধনের পক্ষে সওয়াল না-করলেও রাজ্য শাখার নেতাদের বক্তব্যের ভিতর যে সংশোধনের প্রতি প্রচ্ছন্ন সমর্থনই প্রকাশিত হয়েছে তা মনে করছেন অনেকেই।
রাজ্য সরকার নতুন স্বাস্থ্য বিল পাশ করার পর থেকেই দুই গোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল চিকিৎসকদের সংগঠন ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)-এর কেন্দ্রীয় শাখা ও রাজ্য শাখা। কিন্তু রাজ্যপাল সেই বিলে সম্মতি দেওয়ার পরে এবং মুখ্যমন্ত্রী ওই বিলে উল্লিখিত ‘হেলথ রেগুলেটরি কমিশন’ গঠনের ঠিক পরের দিন, শনিবার বীরেশ গুহ স্ট্রিটে সংগঠনের আইএমএ-র শাখার দফতরে একই মঞ্চে পাশাপাশি বসলেন কেন্দ্র ও রাজ্য শাখার কর্তারা।