রাজ্য বিধানসভায় পাশ হওয়া ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট বিল নিয়ে কার্যত দু’ভাগ হয়ে গেল চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র রাজ্য শাখা। আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার ডাকে শুক্রবার ওই বিলের প্রতিবাদে চিকিৎসকদের নিয়ে একটি আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রায় ২৫০ জন। বিলটি আইন হলে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে পরিষেবা দিতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন অনেক ডাক্তারই। আইএমএ-র কেন্দ্রীয় শাখার মতোই এ দিনের সভায় হাজির ডাক্তারদের অধিকাংশই আইনি পথে বিল মোকাবিলার সুপারিশ করেছেন।
আরও পড়ুন: দু’শো টাকা না দেওয়ায় সদ্যোজাতকে মেঝেতে ছুড়ে ফেললেন আয়া!
ডাক্তারদের অনেকের অভিযোগ, আইএমএ-র রাজ্য শাখার দুই চিকিৎসক নেতা নির্মল মাজি ও শান্তনু ঘোষ ‘হুমকি’ না দিলে উপস্থিতি আরও বাড়ত। শান্তনু অবশ্য বলেন, ‘‘আমরা সভার বিরোধিতা করলেও প্রতিশোধকামী নই।’’ আর নির্মলের আক্ষেপ, ‘‘হুমকির প্রশ্নই নেই। ওঁরা বিলটাই বুঝতে পারছেন না।’’