Biman Banerjee

BJP MLA Suspension: একই বয়ানে স্পিকারের কাছে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানাতে পারে বিজেপি

সাসপেনশন প্রত্যাহার নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের আবেদন করতে পারে বিজেপি। তবে প্রায় একই বয়ানে আবেদন করা হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২১:০১
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

প্রায় একই বয়ানে ফের স্পিকারের কাছে সাসপেনশন প্রত্যাহারের আবেদন জানাতে পারে বিজেপি। বুধবার এই মামলার শুনানি হল কলকাতাহাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘বিরোধী দলনেতা-সহ বাকি সাসপেন্ডেড বিধায়কেরা ফের একবার নতুন করে সাসপেনশন প্রত্যাহারের আবেদন করলে স্পিকার তা গ্রহণ করবেন।’’

Advertisement

সোমবার বিজেপি পরিষদীয় দলের তরফে আবেদন করা হয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু তাতে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা বাতিল করে দেন স্পিকার। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু পাল্টা অভিযোগ করে বলেছিলেন, ‘‘স্পিকার ইচ্ছা করে তা গ্রহণ করেননি। কারণ মুখ্যমন্ত্রী নিজে পরিষদীয় মন্ত্রীকে ফোন করে বলেছিলেন, যাতে আমাদের আবেদন গ্রহণ না করা হয়।’’

বুধবারের শুনানির পর ফের স্পিকারের কাছে আবেদন করার ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রায় একই বয়ানে ওই আবেদন করা হতে পারে। কারণ বিজেপি পরিষদীয় দল মনে করে, তাদের আবেদনে কোনও ত্রুটি ছিল না। কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন তাদের আবার আবেদন করতে হচ্ছে, তাই আবেদনপত্রেও তার উল্লেখ রাখা জরুরি। তাই আবার আবেদন করা হলে তাতেও উল্লেখ থাকবে হাইকোর্টের নির্দেশের কথা। আগামী শুক্রবার ওই মামলার পরবর্তী শুনানি হবে।

Advertisement

কিন্তু বুধবার কলকাতা হাইকোর্টে শুনানির পর স্পিকারের দফতরের তরফে বিজেপি পরিষদীয় দলের কাছে ফের আবেদন করতে বলা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement