—নিজস্ব চিত্র।
তৃণমূলের মঞ্চে থানার আইসি! শুধু হাজির থাকাই নয়, কর্মসূচিতেও অংশ নিলেন। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে নদিয়ার চাপড়ায়। শাসকদলের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’ নিয়ে পুলিশকে একযোগে বিঁধছে বিজেপি-সিপিএম।
ইদ উপলক্ষে রবিবার জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা দলের প্রাক্তন ব্লক সভাপতি জেবের শেখের বস্ত্র বিতরণী কর্মসূচিতেই হাজির ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়। ছিলেন আদুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিব সিংহও। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বসে থাকার ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় বামনেতা এসএম সাদির বলেন, ‘‘আমরা তো বার বার বলেছি, পুলিশ নিরপেক্ষ নয়। তারই প্রমাণ দিলেন থানার আইসি। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ।’’ কৃষ্ণনগর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, ‘‘পুলিশ মানেই তৃণমূল। আর তৃণমূল মানেই পুলিশ। ওরা একে অপরের পরিপূরক। তাই তৃণমূলের মঞ্চে পুলিশের উপস্থিতি স্বাভাবিক। তৃণমূল নেতাদের খুশি করতে তাঁদের দলীয় অনুষ্ঠানে গিয়েছিলেন আইসি।’’
যদিও এই বিতর্ক নিয়ে জেলা জেবেরের যুক্তি, ‘‘ওটা কোনও দলীয় অনুষ্ঠান ছিল না। তবে পরিচালনায় তৃণমূল নেতৃত্ব ছিলেন। এই রকমের অনুষ্ঠানে যে কেউ-ই আসতে পারেন। চাপড়া থানার আইসি এসে কোনও ভুল করেননি।’’ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার সঞ্জয় মিত কুমার বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার পরে বিস্তারিত বলতে পারব।’’