প্রহৃত তরুণীর অভিযোগ, প্রধান অভিযুক্ত টিঙ্কু হালদার শাসকদলের সঙ্গে জড়িত। তাই পুলিশ তাকে গ্রেফতার করছে না। — প্রতীকী চিত্র।
প্রকাশ্য রাস্তায় এক তরুণীকে চুলের মুঠি ধরে মারছে এক মহিলা, ইট দিয়ে আঘাত করছে মহিলার স্বামী। ভিডিয়োটি প্রকাশ্যে আসতে শিউরে উঠেছেন অনেকেই। বিধাননগরের শান্তিনগর এলাকার ওই ঘটনায় প্রহৃত তরুণীর অভিযোগ, প্রধান অভিযুক্ত টিঙ্কু হালদার শাসকদলের সঙ্গে জড়িত। তাই পুলিশ তাকে গ্রেফতার করছে না।
কোহেলি বর্মা নামে ওই তরুণী মঙ্গলবার জানান, তিনি শান্তিনগরে একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকেন। ১৮ মার্চ রাতে তিনি, তাঁর ভাই ও এক বান্ধবীর সঙ্গে ফিরে ফ্ল্যাট সংলগ্ন একটি পার্কিং লটে গাড়ি রাখতে যাচ্ছিলেন। অভিযোগ, তখন টিঙ্কু মণ্ডল ও তাঁর সঙ্গীরা মত্ত অবস্থায় তাঁদের অশ্রাব্য কথা বলেন। তাঁরা গাড়ি রেখে ফ্ল্যাটে চলে যান। পরে তিনি দেখেন, টিঙ্কু-সহ দু’জন পার্কিংয়ের দিকে যাচ্ছে। তরুণীর অভিযোগ, টিঙ্কুরা তাঁর গাড়ি ভাঙতে যাচ্ছিলেন। তিনি বাধা দিলে বচসা শুরু হয়। তরুণী ১০০ নম্বরে ফোন করলে পুলিশ টিঙ্কুদের থানায় নিয়ে যায়। ১৯ মার্চ সকালে ফিরে আসেন টিঙ্কু।
এর পরে ওই তরুণীকে কথা বলতে স্থানীয় ক্লাবে ডাকা হয় বলে অভিযোগ। সেখানে যাওয়ার আগেই ফ্ল্যাটের নীচে টিঙ্কুর স্ত্রী ওই তরুণী ও তাঁর বান্ধবীকে মারধর শুরু করেন বলে অভিযোগ। টিঙ্কু ইট দিয়ে আঘাত করেন তরুণীকে। তাঁর নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়। ঘটনার ভিডিয়ো করেন তাঁর ভাই। পুলিশ ঘটনাস্থলে গেলে টিঙ্কু পালিয়ে যান। অভিযোগ, লঘু ধারায় মামলা করায় তাঁর স্ত্রী জামিন পান। মঙ্গলবার কোহেলি বিধাননগর কমিশনারেটের এক পুলিশকর্তার সঙ্গে দেখা করেন।
কমিশনারেটের দাবি, টিঙ্কুর খোঁজ চলছে। তদন্তে গাফিলতি আছে কিনা, দেখা হবে।